The unearthly beauty of spring in the eyes of poets

The unearthly beauty of spring in the eyes of poets
    Spring is famous for its beauty and beauty. Falling leaves are blowing in the cold south wind of Fagun.

    The flower garden is becoming adorned with new leaves; It's like Mother Nature's green face is in motion. Fagun's drunken breeze swayed the scenic nature with a touch of newly decorated spring.

    Bengali ethnicity is spread with the charm of spring, the arrival of spring in the heart wakes up like a sweet spring, a flowery spring, a spring that brings the madness of youth and a spring that takes away the mind with joy, enthusiasm, cheerfulness and excitement, a spring that ignites fire with a crimson glow.

    Many poets including national poet Kazi Nazrul Islam, world poet Rabindra nath Tagore have said, to describe the unearthly beauty of spring.

 শুভাগমন
----- সাকিসেফ উম্মে ফাতেমা

রিক্ত শীতের বিদায় হবে, বসন্ত যে দ্বারে,
পক্ষীরা সব সুর তুলেছে- বন্দনা তার তরে।
বৃক্ষ শাখে নব পল্লব- আমের শাখে মুকুল,
হোলিও এই বসন্ততেই; সবাই কৃষ্ণ গোকুল।
ললনারা রূপবতী বাসন্তী রং শাড়িতে,
কানাইরা সব লড়তে রাজি; দধি আছে হাড়িতে।
আগুনরঙা পলাশ ফুলে দৃষ্টির ঝলসানি,
মৌমাছিরা দল বেধেছে- আসছে ঋতুর রানি।
দোলনচাঁপা, কাঠালচাপা, ক্যামেলিয়ার ঘ্রানে;
প্রকৃতির নব সজ্জায় হাওয়া লাগে প্রানে।
বরিতে ঋতুরাজে, প্রয়াস চলে শত
উৎসবে মাতোয়ারা, মানবেরা যত।
ঘোড়া-দৌড় আর লাঠিখেলার ঐতিহ্যটাও আছে,
শরৎ এ তে উড়লে ঘুড়িও, বসন্তের রং আছে।
শুল্কপক্ষে গানের আসর, চৈতালী উৎসব-
সাধে কি আর ঋতুরাজে বন্দনা করে সব!

আজি বসন্ত জাগ্রত দ্বারে
------- রবীন্দ্রনাথ ঠাকুর

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীতমুখরিত গগনে
তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।

এলো বনান্তে পাগল বসন্ত
--------- কাজী নজরুল ইসলাম

এলো বনান্তে পাগল বসন্ত।
বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে,চঞ্চল তরুণ দুরন্ত।
বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর,
পান্ডু-কপোলে জাগে রং নব অনুরাগে
রাঙা হল ধূসর দিগন্ত।

ফুল ফুটুক না ফুটুক
-------- সুভাষ মুখোপাধ্যায়

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

বসন্ত বন্দনা
-------- নির্মলেন্দু গুণ

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে
বনের কুসুমগুলি ঘিরে । আকাশে মেলিয়া আঁখি
তবুও ফুটেছে জবা,–দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক ।

বসন্তের দান
.  . . . . . . . . মাহাবুব আলম

তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!
কলতানের অলংকারে গগন হতে
আনলে সখি দৃপ্ত হাতে,
ফাগুনেরই বাণী ।
আমায় সাজাও, রাঙ্গাও আমায়
দাও ভরে দাও শৃন্য হিয়ায়
ধরিএীকে আবার সাজাই
দিয়ে প্রেমের বানী –
তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি!

TO MORE CONTINUE  . . . . . . . . . . 

Previous Post Next Post