৭০০ শিক্ষার্থী ট্রাফিক পুলিশে নিয়োগ
পার্ট টাইম চাকরি হিসেবে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার কাজে শিক্ষার্থীদের সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। তারা দিনে চার ঘণ্টা দায়িত্ব পালন করবেন।
বুধবার (৩০ অক্টোবর ‘২৪) ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হচ্ছে দেশ। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ করা হচ্ছে।
এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।
আসিফ মাহমুদ বলেন, ‘পুলিশে একটা পদ আছে সহায়ক পুলিশ। সেখানে ইতোমধ্যে শিক্ষার্থীদের বাছাই চলছে। প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জন নেওয়া হবে। তবে ৭০০ জনকে নিতে সরকারের লক্ষ্য রয়েছে।’
‘সকাল ও বিকালে যেহেতু ট্রাফিকের চাপ বাড়ে, এই দুই সময়ে চার ঘণ্টা করে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবেন।’